সাকিব ও শিশিরের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। প্রথম সন্তানের জনক হতে পেরে দারুণ খুশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সন্তানের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া চেয়েছেন তিনি। কন্যা সন্তানের বাবা হওয়ার পর সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, 'সুন্দর এই রবিবারে, ৮ই নভেম্বর ২০১৫-এ আমি ও শিশির পরম করুনাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সবার ভালোবাসায়। আমিন।' উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন সাকিব ও শিশির। চলতি বছরের ২৭ জুলাই গণমাধ্যমও খবর পায় যে সাকিব বাবা হচ্ছেন। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর সাকিব ফেসবুক পেজে জানান তার ঘরে 'রাজকন্যা' আসছে। ২১ নভেম্বর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ থাকলেও গত রোববার শিশিরের শারীরিক অবস্থার অবনতি হলে সাকিব যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। গতকাল নিউইয়র্ক সময় ভোর চারটায় সাকিব-শিশিরের রাজকন্যা পৃথিবীর আলো দেখে। ওয়েবসাইট।
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment Blogger 0 Facebook
Post a Comment
আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।