৮ম বেতন স্কেলে নতুন ফর্মুলা ১০ বছর পর ধাপ পরিবর্তন। পরবর্তী ৫/৬ বছরে আরো একটা। এটা কি সকল চাকরিজীবীর জন্য? তাহলে প্রশাসন এবং পুলিশেও তো চাকরির ১০ বছর পর প্রমোশন দিতে হবে। না কি তাদের জন্য আলাদা প্রমোশনের পদ্ধতি? দেখা গেল প্রশাসন এবং পুলিশে ১০ বছরে ২টা প্রমোশন পেল এবং অন্য চাকরিজীবীরা একটা পেল। ক্যাডার সার্ভিসে একই ব্যাচে প্রবেশ করে এ রকম করা হলে বিভেদ আরো বাড়বে।প্রত্যেক বিভাগে প্রমোশনের পদ্ধতি বা অর্গানোগ্রাম ঠিক না করে এই স্কেল বাস্তবায়ন করলে চাকরিজীবীদের মধ্যে বেতন বৈষম্যের হার অনেক বেড়ে যাবে। হিতে বিপরীত হয়ে সরকারের চাওয়া মঙ্গল অমঙ্গলে পরিণত হবে। সকলের জন্য সমান সুযোগ থাকলেই এই স্কেলে সমতা বিধান হবে।মো. জাকির হোসেনচুয়াডাঙ্গা।
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment Blogger 0 Facebook
Post a Comment
আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।