ফেজবুক কি? ফেইসবুক লগইন পাতা ধরণ পাবলিক ব্যবসা হিসাবে ন্যাসড্যাক: FB সংস্থাপিত ক্যামব্রিজ, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ফেব্রুয়ারি ৪, ২০০৪ (১১ বছর আগে) সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র অঞ্চলিক পরিসেবা মার্কিন যুক্তরাষ্ট্র (২০০৪–০৫) বিশ্বব্যাপী (২০০৫–বর্তমান) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এডুয়ার্ডো স্যাভেরিন এন্ড্রু ম্যাককলাম ডাস্টিন মস্কোভিটজ ক্রিস হিউজেস প্রধান ব্যক্তি মার্ক জাকারবার্গ (চেয়ারম্যান এবং সিএও) শেরিল স্যান্ডবার্গ (সিওও) শিল্প ইন্টারনেট আয় $১২.৪৬৬ বিলিয়ন (২০১৪)[১] বিক্রয় আয় $৪.৯৮২ বিলিয়ন (২০১৪)[১] নীট আয় $২.৯৪ বিলিয়ন (২০১৪)[১] মোট সম্পদ $৪০.১৮৪ বিলিয়ন (২০১৪)[১] মোট ইকুইটি $৩৬.০৯৬ বিলিয়ন (২০১৪)[১] কর্মী ১০,০৮২ (মার্চ ২০১৫)[২] সহায়কারী প্রতিষ্ঠান ইন্সটাগ্রাম হোয়াটসএ্যাপ ওকুলাস ভিআর প্রাইভেট কোর ওয়েবসাইট www.facebook.com তোর: facebookcorewwwi.onion[৩] যে ভাষায় লিখিত সি++, পিএইচপি(এইচএইচভিএম হিসেবে)[৪] এবং ডি প্রোগ্রামিং ভাষা[৫] আলেক্সা স্থান ২ (জুলাই ২০১৫)[৬] সাইটের ধরন সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা নিবন্ধীকরণ আবশ্যক ব্যবহারকারীরা ১.৪৪ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী (৩১শে মার্চ, ২০১৫)[৭] উপলব্ধ ভাষাসমূহ বহুভাষিক (৭০) বর্তমান অবস্থা সক্রিয় ফেইসবুক বা ফেসবুক (ফেবু হিসাবে সংক্ষিপ্ত) বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়। এটিতে নিখরচায় সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য। ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে।বাংলাদেশ, সিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে। এটার ব্যবহার সময় অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুৎসাহিত করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুক ওয়েবসাইট কে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জুকেরবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে। ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে উঠেছে।[৮] ফেজবুক কি? ফেইসবুক লগইন পাতা ধরণ পাবলিক ব্যবসা হিসাবে ন্যাসড্যাক: FB সংস্থাপিত ক্যামব্রিজ, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ফেব্রুয়ারি ৪, ২০... Read More » 12/04/2015 04:16:00 AM