আবুধাবিতে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
শেখ আবু জায়েদ স্টেডিয়ামে, টস জেতেন ইংল্যান্ডের অধিনায়ক মরগ্যান। তবে শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভার খেলতে পারেননি ইংলিশরা। ৪৯ ওভার ৪ বলে ২১৬ রানে অলআউট হয় তারা।
মরগ্যান ৭৬ ও টেইলর করেন ৬০ রান। ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৪১ রানের মধ্যে আজহার, বিলাল ও ইউনিসের উইকেট হারায় তারা।
ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ৯ রান করেন ইউনিস। এরপর ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। ৪৩ ওভার ৪ বলে ৬ উইকেটের জয় ছিনিয় নেয় পাকিস্তান।
এদিকে, এই সিরিজ ৪-০ তে হারলে, র্যাং কিংয়ে নিচে নেমে যাবে ইংল্যান্ড।
0 Comment Blogger 0 Facebook
Post a Comment
আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।