নায়িকার অভাবে শাকিব খানের নতুন ছবি বসগিরি’র শুটিং শুরু হচ্ছে না। ছবিটির প্রযোজক টপি খান মঙ্গলবার এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘খান ফিল্মসের ব্যানারে গত জুন মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নায়িকা চূড়ান্ত করতে না পারায় এর শুটিং শুরু হয়নি।’ তিনি বলেন, ‘ছবিটিতে শাকিব খানের সাথে অপুবিশ্বাসকে এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। তবে গল্পের প্রয়োজনে এখানে আরেকজন অভিনেত্রী দরকার যিনি সবার কাছে নতুন মুখ, অথচ অভিনয়ে অনেক দক্ষ। কিন্তু আমরা সেই রকম কাউকে খুঁজে পাচ্ছি না। নতুন অভিনেত্রীর জন্য অনেকের সাথে আমরা এরই মধ্যে আলোচনা করেছি, যে রকমটি আমরা চাই সে রকম কাউকে খুঁজে পাইনি।’
তবে প্রযোজক এজন্য হতাশ নন। ওয়েবসাইটের মাধ্যমে তিনি এবার নতুন নায়িকার অনুসন্ধান করবেন। এই প্রসঙ্গে টপি খান বলেন, ‘শিগগিরই আমরা একটি ইমেইল এড্রেস খুলব। যেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী প্রচার করা হবে। আগ্রহীরা ওই ঠিকানায় নিজেরদের বৃত্তান্ত ও ছবি পাঠাতে পারবে। ওখান থেকে আমাদের পছন্দের অভিনেত্রীকে খুঁজে নেব। সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চে ছবিটির শুটিং শুরু হবে।’
ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘বসগিরি ছবির মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার ইচ্ছে আমাদের। ভালো গল্প আর ভালো কুশলীদের সমন্বয়ে চমৎকার একটি ফিউশন দেখতে পারবেন এই ছবিতে। ’ নতুন ছবির নায়িকা খোঁজার বিষয়ে শাকিব খান বলেন, ‘বসগিরি ছবির জন্য একজন নতুন মুখ দরকার। এর জন্য প্রযোজক, পরিচালকসহ আমরা সবাই অনুসন্ধান চালিয়েছি। ঠিক যেমন আমারা চাই সে রকম কাউকে পাইনি। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি একটি ওয়েবসাইট খুলব। যে কেউ সেখানে নায়িকা হওয়ার আবেদন করতে পারবেন। আশা করছি, এবার গল্পের উপযোগী। নায়িকা পেয়ে যাব।’
সম্প্রতি ছবিটির সূচনা সঙ্গীতের কাজ শেষ হয়েছে। ডাব্বুর সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমী। ছবিতে আরো পাঁচটি গান থাকবে। যেগুলোতে দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পীরা কণ্ঠ দেবেন বলে জানিয়েছেন নির্মাতা কর্তৃপক্ষ। খুব শিগগিরই গানগুলোর রেকর্ডিং শেষ করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment Blogger 0 Facebook
Post a Comment
আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।