দীপিকা পাড়ুকোণের জন্য ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং বাতিল করে দিলেন রণবীর কাপুর! তবে এটি ভাবা অন্যায় হবে যে, দীপিকার সঙ্গে ফের প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছে রণবীর।
রণবীরের র মা নীতু সিংহ কাপুর ইদানীং যতই বলুন না কেন ক্যাটরিনার চেয়ে দীপিকাকেই তার বেশি পছন্দ, রণবীর কিন্তু সে দিকে এগোচ্ছেন না! তিনি ফিরে এসেছেন তার বদনাম ঘোচাতে। রসিকতা করে হলেও যে বদনাম তাকে একদা দিয়েছিলেন দীপিকা।
রণবীরকে কী এমন কথা বলেছিলেন দীপিকা? ‘তামাশা’ ছবির প্রচারের সময়ে বলেছিলেন, রণবীর একদমই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন, কাজেই ছবির প্রচারেও তিনি কিছুটা পিছিয়ে।
এবার আর সে কথা বলার উপায় রাখেননি রণবীর। করণ জোহরের ছবির শুটিং বাতিল করে, ছুটি নিয়ে ফিরেছেন মুম্বাইতে। এসেই সোজা গিয়েছেন দীপিকা পাড়ুকোণের কাছে। কথা আছে, তারপর দুইজন মিলে পরিচালক ইমতিয়াজকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বেন ছবির প্রচারে। খবর: আনন্দবাজার।
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment Blogger 0 Facebook
Post a Comment
আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।