নিজস্ব সংবাদদাতা :

 আজ রোববার থেকে সারাদেশে  জেএসি ও জেডিসি পরিক্ষা শুরু । এবছর মোট ২৩ লাখ ২৫ হাজার ৩ জন শিক্ষাথী অংগ্রহন করবে । এদের মধ্যে ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬০ জন  ও ছাত্র ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন । ছাত্রের তুলনায় ছাত্রী বেশি ১ লাখ ৬০ হাজার ৫৯৩ জন । মাদারগঞ্জে পরিক্ষা কেন্দ্রগুলোতে শুষ্টভাবে পরিক্ষা অনুষ্টিত হয়েছে । পাটাদহ কয়রা কেন্দ্রের কক্ষ পরিদর্শক, পলিশা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইলিয়াস আহমেদ জানান , আমাদের এই কেন্দ্রে অত্যন্ত সুষ্ট ও নকল মুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্টিত হচ্ছে । 
 পাটাদহ কয়রা কেন্দের ছবি ।

0 Comment Blogger 0 Facebook

Post a Comment

আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।

 
SUNINBD © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top