নিউজ ডেস্ক : একেই বলে ‘নিজের ঢাক নিজে পেটানো।’ প্রতিদ্বন্দ্বীর সাফল্যে এতটুকু বিরক্ত নয় জানিয়ে রোনালদো ঘোষণা দিয়েছেন, ‘মেসির চেয়ে তিনি ভালো ফুটবলার।’ সেই সঙ্গে নিজেকে বিশ্বসেরা বলতেও পিছপা হননি এই পর্তুগীজ।
বিশ্বফুটবলে সেরা সব অর্জন নিজেদের করতে প্রতিবছর হাড্ডাহাড্ডি সমীকরণের মুখোমুখি হন দুজনে। বিগত বছরগুলোতে এই লড়াই অন্য একটা মাত্রা পেয়েছে।
রোনালদো নিজস্ব অর্জনে গত দুই বছরে মেসির থেকে কিছুটা এগিয়ে থাকলেও দলগত অর্জনে মেসি অনেক কিছু পেয়েছেন। গত বছর বার্সা ট্রেবল জিতেছে তার কল্যাণেই।
মেসির এমন সাফল্যে এতটুকু বিরক্ত নন জানিয়ে রোনালদো এক সাক্ষাৎকারে বলেন, ‘আপনি আমার শেষ আট বছরে চোখ রাখলে দেখতে পাবেন আমি কী করেছি। এটা করা কঠিন। একজনের নাম বলুন যে এটা করতে পেরেছে। আপনি কী ট্রফি জিতলেন সেটা অন্য ব্যাপার।’
‘ভাবতে পারেন মেসি সেরা। কিন্তু আমার মাথায় থাকে আমিই সেরা। আমাদের নিয়ে  সবার এমনটাই ভাবা উচিত।’

0 Comment Blogger 0 Facebook

Post a Comment

আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।

 
SUNINBD © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top