বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গণিত বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১১
১। পরিসংখ্যানের উপাত্তসমূহ সংগ্রহের উত্স কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২। কোন ধরনের উপাত্তের নির্ভরযোগ্যতা বেশি?
ক. পরোক্ষ তথ্য খ. মাধ্যমিক তথ্য
গ. প্রাথমিক তথ্য ঘ. প্রত্যক্ষ তথ্য
৩। উপাত্তসমূহের সর্বনিম্ন সংখ্যা ২১ এবং পরিসর ৮০ হলে সর্বোচ্চ সংখ্যা কত?
ক. ১০২ খ. ১০১ গ. ১০০ ঘ. ৫৯
৪। পরিসর ৭৫ এবং শ্রেণিসংখ্যা ১৪ হলে শ্রেণি ব্যবধান কত?
ক. ৫ খ. ৫.৩৫ গ. ৫.৩৬ ঘ. ৬
৫। পরিসর ৫৬ এবং শ্রেণি ব্যবধান ৮ হলে শ্রেণিসংখ্যা কত?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
৬। গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করার জন্য কয়টি ধাপ অনুসরণ করা হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৭। বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত ডিগ্রি?
ক. ৯০হ্ন খ. ১০০হ্ন গ. ১৮০হ্ন ঘ. ৩৬০হ্ন
৮। কোনো পরিসংখ্যান ৩৬০হ্ন-এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কী বলা হয়?
ক. আয়তলেখ খ. পাইচিত্র
গ. গণসংখ্যা বহুভুজ ঘ. দণ্ডচিত্র
৯। সংগৃহীত উপাত্তসমূহের চলকের মানের সমষ্টিকে যদি চলকের সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তবে কী পাওয়া যায়?
ক. প্রচুরক খ. মধ্যক
গ. যোজিত গণসংখ্যা ঘ. গাণিতিক গড়
১০। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১১। কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে, তাকে কী বলা হয়?
ক. গড় খ. মধ্যক গ. প্রচুরক ঘ. যোজিত গণসংখ্যা
১২। উপাত্তসমূহকে কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কী বলা হয়?
ক. গড় খ. মধ্যক গ. প্রচুরক ঘ. কেন্দ্রীয় প্রবণতা
১৩। উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তসমূহকে সমান দুই ভাগে ভাগ করে, তাকে কী বলা হয়?
ক. গড় খ. মধ্যক গ. প্রচুরক ঘ. শ্রেণির মধ্যমান
১৪। কোনো স্কুলের ১০০ জন ছাত্রের জন্য নির্দেশিত কোণ ১৫০হ্ন। ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত?
ক. ২৩০ খ. ২৩৫ গ. ২৪০ ঘ. ২৫০।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গণিত: সঠিক উত্তর
অধ্যায়-১১
১. ক ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. গ।

0 Comment Blogger 0 Facebook

Post a Comment

আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।

 
SUNINBD © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top