আসুসের পঞ্চম প্রজন্মের নতুন প্রযুক্তির এক্স ৪৫৪ এলএ-৫০০৫ ইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। এতে রয়েছে ২.০০ গিগাহার্টজ গতির পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর, চার গিগাবাইট র‌্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪ ইঞ্চি এলইডি পর্দা, ইন্টেলের ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিকস ইত্যাদি। ২.১০ কেজি ওজনের ল্যাপটপটি একনাগাড়ে ৪.৫ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের বাজারে আনা দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৩৫ হাজার টাকা।

0 Comment Blogger 0 Facebook

Post a Comment

আপনার একটি মন্তব্য লেখককে অনুপ্রানিত করে ,মনোবল বাড়ায় এবং ভবিষৎতে ভাল কিছু উপহার দেয় । তাই পোষ্টটি কেমন হয়েছে জানাবেন । আপনার মন্তব্য আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ।

 
SUNINBD © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top